Howrah News: গতকাল স্কুল চলাকালীন মিছিল ঘিরে বিতর্ক, হাওড়ার ৩ স্কুলকে শো কজ নোটিস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হাওড়ার ৩ স্কুলকে রাজ্য সরকারের শো কজ নোটিস। হাওড়ার বলুহাটি হাইস্কুল ও বলুহাটি গার্লস হাইস্কুলকে নোটিস। নোটিস দেওয়া হল বানতারা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কেও। ২৪ ঘণ্টার মধ্যে শো কজের উত্তর দিতে হবে বলে উল্লেখ নোটিসে। গতকাল স্কুল চলাকালীন পড়ুয়া ও শিক্ষকদের মিছিল ঘিরে বিতর্ক। এর ফলে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ নোটিসে। পঠনপাঠনের শেষে ছুটির পর এই মিছিল হয়েছে, দাবি স্কুল কর্তৃপক্ষের।
আরও খবর..
বর্ধমানের গাঙপুরে আদিবাসী ছাত্রী খুনের ৯ দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্ত গ্রেফতার। তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ধৃত যুবকের, সেই টানাপোড়েনেই খুন, দাবি পুলিশের। ১৪ অগাস্ট রাতে গলার নলি কেটে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে। বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের মধ্যে তরুণীর দেহ মেলে। প্রথমে ৯ সদস্যের SIT তদন্ত শুরু করলেও, পরে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ২১। পরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান এসআইটি।
সাদার্ন অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। অভিযুক্ত সেনা অফিসারকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। তিনি আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত, খবর পুলিশ সূত্রে। অভিনেত্রীর বিরুদ্ধেও মোটরবাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। গতকাল ভরসন্ধেয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রীর দাবি, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়।