Vande Bharat Express:যান্ত্রিক ত্রুটির জেরে বাতিল হাওড়া-NJP বন্দে ভারত এক্সপ্রেস | ABP Ananda Live
Continues below advertisement
উদ্বোধনের পর বছর ঘোরেনি। প্রিমিয়াম ট্রেনে ফের যান্ত্রিক ত্রুটি। বাতিলই হয়ে গেল শুক্রবারের হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। বদলে দেওয়া হল যুবা এক্সপ্রেসের কামরা। ক্ষোভে ট্রেনেই উঠলেন না বহু যাত্রী। হাওড়া স্টেশনে দীর্ঘক্ষণ চলল যাত্রীদের বিক্ষোভ।
Continues below advertisement