Howrah Shootout CCTV: ডোমজুড়ে পানশালায় দুষ্কৃতী হানা, লুঠে বাধা দেওয়ায় কর্মীকে গুলি|Bangla News

Continues below advertisement

হাওড়ার ডোমজুড় থানা এলাকার আলমপুরে পানশালায় শ্যুটআউট।  সিসি ক্যামেরায় ধরা পড়েছে বেপরোয়া দুষ্কৃতীদের হামলার ছবি। পুলিশ সূত্রে খবর, ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ওই পানশালায় গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ হানা দেয় চার দুষ্কৃতী। অভিযোগ, পানশালায় ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনিয়ে নিতে যায় মদের বোতল। এক কর্মী বাধা দিলে দুষ্কৃতীরা ২ রাউন্ড গুলি চালায়। গুলিতে আহত ওই কর্মীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দুষ্কৃতীরা গাড়িতে চম্পট দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুঠপাটের উদ্দেশ্যেই সম্ভবত হানা দিয়েছিল দুষ্কৃতীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram