HS Result Controversy: জেলায় জেলায় উচ্চমাধ্য়মিকে অকৃতকার্যদের বিক্ষোভ
উচ্চমাধ্য়মিকে অকৃতকার্যদের রাজ্যজুড়ে বিক্ষোভ। "পশ্চিমবঙ্গ উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ইতিমধ্য়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করুন। বিদ্যালয়গুলিকে অনুরোধ করা হচ্ছে ২৯ জুলাই থেকে যোগাযোগ করুন।" বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের। কলকাতার পর এবার মুর্শিদাবাদের ডোমকলে উচ্চমাধ্য়মিকে নম্বর কম পাওয়ার অভিযোগে বিক্ষোভ পড়ুয়াদের। রায়পুর স্কুলে বিক্ষোভ, ভাঙচুর পড়ুয়াদের। কম নম্বর পাওয়ায় বিক্ষোভ। ২৯ জুলাই আলোচনা করা হবে। আশ্বাস প্রধান শিক্ষকের।
কলকাতা থেকে জেলা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে অব্যাহত বিক্ষোভ। পাস করানোর দাবিতে চাকুলিয়ায় বিক্ষোভ, ভাঙচুর। অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার দু'জায়গায় বিক্ষোভ। বিষ্ণুপুরের পীরতলায় পড়ুয়াদের পথ অবরোধ। আমতলা-বারুইপুর রোড আটকে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাসন্তীর চুনাখালিতেও পথ অবরোধ। অন্য়দিকে দক্ষিণ ২৪ পরগনার দু'জায়গায় বিক্ষোভ। বিষ্ণপুরের একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ। আমতলা, বারুইপুর রোড অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।