Security Breach in Lok Sabha: 'আমাদের উপর যে অত্যাচার চলছে, তার প্রতিবাদ করেছি' জানালেন ধৃত তরুণী

Continues below advertisement

হামলার ২২ বছর পূর্তি আতঙ্ক ফিরল নতুন সংসদ ভবনে। দর্শকাসন থেকে লাফ দিয়ে সাংসদ গ্যালারিতে পড়ে স্প্রে! ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সংসদভবনের বাইরে থেকে গ্রেফতার হওয়া ওই তরুণীকে নীলম বলে শনাক্ত করা গিয়েছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমার নাম নীলম। ভারতের সাধারণ নাগরিক। এই ভারত সরকার...আমাদের উপর যে অত্যাচার চলছে, তার প্রতিবাদ করেছি। নিজেদের অধিকারের কথা বলতে গেলে লাঠিচার্জ করা হয়, জেলে ঢুকিয়ে অত্যাচার চালানো হয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram