Ideas Of India Summit 2025: আইডিয়াজ অফ ইন্ডিয়ায় নিজের ভ্রমণের নানান অভিজ্ঞতা ভাগ করলেন পিকো আইয়ার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। আইডিয়াজ অফ ইন্ডিয়ায় লেখক, সাংবাদিক, এবং ভ্রমণ লেখক পিকো আইয়ার  জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন৷ লেখক পিকো আইয়ার শৃঙ্খলাবদ্ধ মন এবং নিজেকে ভালবাসার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি তার ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং তিনি বললেন কীভাবে ধ্যান তাকে জীবনের যাত্রায় সাহায্য করেছে

এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া, যেন এক নতুন ভাবনার খনি। প্রতি বছরের মতো এবারও ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা নিয়ে হাজির দেশের সেরা ব্যক্তিত্বরা। এবার বাণিজ্যনগরীতে শুরু হয়েছে আইডিয়াজ অফ ইন্ডিয়া সম্মেলন। আধুনিকতা ও সাবেকিয়ানার অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মঞ্চে। সংষ্কৃত স্তোত্রপাঠ ও সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আর এই মঞ্চেই এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকারের কথায় উঠে এল এআই যুগের সুবিধা-অসুবিধার কথা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram