Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুলের মুখে উঠে এল বেকারত্ব ও দুর্নীতির প্রসঙ্গ। ABP Ananda Live
Continues below advertisement
Congress Bharat Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Congress Bharat Nyay Yatra) বিজেপি-শাসিত অসমে ফের বাধার মুখে রাহুল গান্ধী (Rahul Gandhi)। ন্যায় যাত্রার দশম দিনে আজ মেঘালয় (Meghalaya) থেকে অসমে (Assam) যান কংগ্রেস সাংসদ। গুয়াহাটিতে শহর দিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধীর বাস আটকায় পুলিশ। রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়। এরপরই ধুন্ধুমার বাধে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এর আগে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন রাহুল। গতকাল অসমের নগাঁও-তে রাহুলকে মন্দিরে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ABP Ananda Live
Continues below advertisement