Income Tax Raid: বান্ডিল বান্ডিল নোটের পাহাড়! ৪০ মেশিনে চলছে টাকা গোনা। ABP Ananda Live
Continues below advertisement
৫ দিন পার, ঝাড়খণ্ড-ওড়িশায় (odisha)) এখনও চলছে আয়কর হানা (Income Tax Raid)। ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস সাংসদ ধীরজ সাউর অফিস ও গুদাম থেকে উদ্ধার ৩০০ কোটি টাকা। ঝাড়খণ্ড ও ওড়িশায় মদের সংস্থায় আয়কর হানা, মিলছে বান্ডিল বান্ডিল নোট। ৪০টি মেশিনের সাহায্য়ে টাকা গোনার কাজ চলছে। এখনও বেশ কয়েকটি ঘর ও লকারে তল্লাশি চালানো বাকি, আয়কর দফতর সূত্রে খবর। বুদ্ধ ডিসটিলারিস প্রাইভেট লিমিটেড, বলদেব সাহু গ্রুপ, বুদ্ধ দিয়া ডিসটিলারিস প্রাইভেট লিমিটেডে তল্লাশি। ঝাড়খণ্ড (Jharkhand) ও ওড়িশার একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের ৩ বারের রাজ্য়সভার সাংসদ ধীরজ সাহু। ধীরজ সাহুর দাদাও ২ বার লোকসভার সাংসদ ছিলেন। নির্বাচনী হলফনামায় ৩৪.৮৩ কোটি সম্পত্তির হিসেব দিয়েছিলেন ধীরজ। কোথা থেকে এল এত টাকা? উত্তর খুঁজছে আয়কর দফতর।
Continues below advertisement