IT Raid: ঝাড়খণ্ড-ওড়িশা-বাংলায় আয়কর হানা, আলমারি ভর্তি ৩৫৪ কোটি বাজেয়াপ্ত | ABP Ananda LIVE

Continues below advertisement

ঝাড়খণ্ড-ওড়িশা-বাংলায় আয়কর হানা, আলমারি ভর্তি ৩৫৪ কোটি বাজেয়াপ্ত! ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি-অফিসে টাকার গুদাম, ৩৫৪ কোটির হদিশ! ৭ দিনে পা, এখনও ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি-অফিসে আয়কর হানা। ঝাড়খণ্ড, ওড়িশা-বাংলার ৮ জায়গায় মঙ্গলবার থেকে ম্যারাথন আয়কর তল্লাশি। কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের অফিস ও গুদাম থেকে উদ্ধার টাকার পাহাড়। রাঁচির রেডিয়াম রোডে ধীরজের বাড়িতে এখনও আয়কর তল্লাশি। ধীরজ সাউয়ের অফিস, গুদাম, কারখানা, হোটেল, হাসপাতালে আইটি রেড। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram