Modi On Operation Sindoor: 'ভারতের দিকে চোখ তুলে তাকালে একটাই শাস্তি, ধ্বংস', হুঙ্কার মোদির

ABP Ananda Live: 'ভারতের দিকে চোখ তুলে তাকালে একটাই শাস্তি, ধ্বংস। পাকিস্তানের ঘরে এই জঙ্গিরা লুকিয়ে ছিল। ভারতের সেনা, বায়ুসেনা, নৌবাহিনী পাকিস্তানের সেনাকে সবক শিখিয়েছে। পাকিস্তানের এমন কোনও ঠিকানা নেই, যেখানে জঙ্গিরা স্বস্তিতে থাকতে পারে। আমরা ঘরে ঢুকে মারব', হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

 

পাকিস্তানকে কড়া বার্তার পর ফের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পাকিস্তানকে কড়া বার্তার পর ফের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পঞ্জাব থেকে ফিরেই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে উপস্থিত অজিত ডোভাল ও এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। প্রত্যাঘাত-পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

এর আগেই এদিন পঞ্জাবে বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। পঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন মোদি। সেখানে বায়ুসেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola