IND Vs Pakistan: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্র
ABP Ananda Live: পাঞ্জাব-হরিয়ানা থেকে ১ মহিলা-সহ ৬ পাক 'গুপ্তচর' গ্রেফতার । পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার। হরিয়ানা থেকে ইউটিউবার জ্যোতি মালহোত্র গ্রেফতার । '২০২৩-এ পাকিস্তানে গিয়েছিলেন ইউটিউবার জ্যোতি মালহোত্র'। 'ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনে গিয়েছিলেন জ্যোতি। 'পাক হাই কমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে সাক্ষাৎ'। 'জ্যোতিকে পাকিস্তানে থাকা-ঘোরার ব্যবস্থা করে দিয়েছিলেন দানিশ'। ভারতের গুরুত্বপূর্ণ তথ্য ISI-র কাছে পাচারের অভিযোগে গ্রেফতার: সূত্র।
নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার !
নলবনে যুবকের গলাকাটা দেহ! লেদার কমপ্লেক্স থানার নলবনে গলাকাটা দেহ! আনন্দপুরের বাসিন্দা রাজা মণ্ডল নামে যুবকের দেহ উদ্ধার
সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে সন্দেহ পুলিশের। গলার নলি কেটে খুন, একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পিকনিক করার জন্য ডেকে মদের আসরে খুন, সন্দেহ পুলিশের। লেদার কমপ্লেক্সের কাঁটাতলার ১ বাসিন্দার খোঁজে পুলিশ।
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।