IND Vs Pakistan: কাশ্মীরে ফের পাক গোলা নিষ্ক্রিয় ভারতীয় সেনার | Kashmir Attack
ABP Ananda Live: কাশ্মীরে ফের পাক গোলা নিষ্ক্রিয়। পাক গোলা নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড । Kashmir Attack
নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার !
নলবনে যুবকের গলাকাটা দেহ! লেদার কমপ্লেক্স থানার নলবনে গলাকাটা দেহ! আনন্দপুরের বাসিন্দা রাজা মণ্ডল নামে যুবকের দেহ উদ্ধার
সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে সন্দেহ পুলিশের। গলার নলি কেটে খুন, একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পিকনিক করার জন্য ডেকে মদের আসরে খুন, সন্দেহ পুলিশের। লেদার কমপ্লেক্সের কাঁটাতলার ১ বাসিন্দার খোঁজে পুলিশ।
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
Tags :
Indian Army Kashmir Air Strike Indian Army Jammu & Kashmir News Pahalgam Terror Attack Terror Attack Jammu Kashmir News