Cyclone Tauktae Update: ঘূর্ণিঝড় তওতের ধাক্কায় মুম্বই উপকূলের কাছে ডুবতে বসেছে একটি বার্জ, উদ্ধার ১৭৭
Continues below advertisement
ঘূর্ণিঝড় তওতের ধাক্কায় মুম্বই উপকূলের কাছে ডুবতে বসেছে একটি বার্জ। ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৭৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৯৬ জনকে উদ্ধার করা যায়নি। তাঁদের উদ্ধারের জন্য নৌবাহিনীর জাহাজ আইএনএস কোচি, আইএনএস কলকাতা সহ ৪টি জাহাজকে কাজে লাগানো হচ্ছে। মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক হেলিকপ্টার। তবে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার জন্য ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। এই বার্জ ছাড়াও সাগর ভূষণ ওয়েল রিগ-এ আটকে পড়েছেন ১০১ জন। তাঁদেরও উদ্ধারের চেষ্টা হচ্ছে। অন্য একটি বার্জও বিপদের মধ্যে পড়েছে। সেই বার্জে ১৯৬ জন যাত্রী ও ক্রু রয়েছেন।
Continues below advertisement
Tags :
Mumbai ABP Ananda Goa Gujrat Cyclone ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Tauktae Cyclone