MCD Polls: ১৫ বছর পর ২৫০ আসনের দিল্লি পুরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। Bangla News

Continues below advertisement

১৫ বছর পর ২৫০ আসনের দিল্লি পুরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। দিল্লি বিধানসভার পর এবার রাজধানীতে পুরসভাও দখল করতে চলেছে আপ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি পুরসভা দখলের পথে আপ। দিল্লি পুরসভায় আম আদমি পার্টি  বা এগিয়ে রয়েছে ১৩৩টি আসনে। বিজেপি জিতেছে বা এগিয়ে রয়েছে ১০৪টিতে। কংগ্রেস জিতেছে বা এগিয়ে রয়েছে ৯টি আসনে। অন্যান্যরা জিতেছে বা এগিয়ে রয়েছে ৪টি আসনে। গরিষ্ঠতা থেকে অল্প দূরে ১১৩টি আসনে এখনও পর্যন্ত জয়লাভ করেছে আপ। বিজেপি জিতেছে ৯৪টি আসনে, কংগ্রেস জিতছে ৬টি আসনে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram