Ahmedabad Rathyatra 2021: হাতিকে খাইয়ে, আরতি করে আমদাবাদে রথযাত্রা উদযাপন অমিত শাহের

Continues below advertisement

আমদাবাদে (Ahmedabad) জগন্নাথ মন্দিরে রথযাত্রার পুণ্যলগ্নে অমিত শাহ (Amit Shah)। করলেন আরতি। মন্দিরের বাইরে হাতির মুখে তুলে দিলেন খাবার। স্বরাষ্ট্রমন্ত্রীকে (Union Home Ministry) শুঁড় মাথায় ঠেকিয়ে আশীর্বাদ ঐরাবতের।

পাশাপাশি, করোনা আবহে আজ রথযাত্রা। গত বছরের মতো এবারও ভক্তশূন্য পুরীর (Puri) রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। এবার রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটিপিসিআর (RTPCR) টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

একইসঙ্গে, করোনা আবহে এবছরও হচ্ছে না মাহেশের (Mahesh) রথযাত্রা। তবে বিশেষ পূজার্চনা হবে। এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে। এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram