Morning Headlines: টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩–২ গোলে হারিয়ে ইউরো সেরা ইতালি, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

ইতালির (Italy) ইলেকট্রিক শকে ছিন্নভিন্ন থ্রি লায়নস। টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩–২ গোলে হারিয়ে ইউরো সেরা ইতালি। ১২০ মিনিট শেষে ১-১ গোলে অমীমাংসিত ছিল ম্যাচ। আজ রথযাত্রা (Rathyatra)। এবারও ভক্তশূন্য থাকছে পুরীর (Puri) রথযাত্রা। শেষ মুহূর্তের প্রস্তুতি মাহেশেও (Mahesh)। করোনা (Corona) আবহে বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন। বিশেষ পুজোর আয়োজন তারাপীঠেও (Tarapith)। এবার হাওড়ার (Howrah) জগাছায় সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিবাহ। সরকারি চাকরি পাইয়ে দিয়ে প্রতারণা, অনলাইনে ইন্টারভিউ। ঘুরতেন নীল বাতি লাগানো গাড়িতে। থানায় অভিযোগ স্ত্রী-র। এবিপি আনন্দের খবরের জের, পুলিশকর্তার মেয়েকে হেনস্থায় অবশেষে একমাস পর বারাসাত (Barasat) থেকে গ্রেফতার উত্তরপাড়ার তৃণমূল নেতার ছেলে। মোবাইল ফোনের সূত্র ধরে মিলল অভিযুক্তের খোঁজ। মামলা রুজুর পরেও বেপরোয়া অভিযুক্ত। অভিনেত্রী প্রত্যুষা পালকে (Pratyusha Paul) একই অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ফের ধর্ষণের হুমকি। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে ইনস্টাগ্রামকে মেল, লালবাজার সূত্রে খবর। ট্রলির চাকা ভাঙা, এনআরএসে (NRS) ক্যাথেটার লাগানো মুমূর্ষু শিশুকে কোলে নিয়ে ছোটাছুটি পরিবারের। ১২টি অ্যাম্বুল্যান্স থাকা সত্ত্বেও কেন গাফিলতি? সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের তলব কর্তৃপক্ষের। ইডেন বিল্ডিং থেকে ডেভিড হেয়ার বিল্ডিং, ইউএসজি করাতে কলকাতা মেডিক্যালে নবজাতকদের কোলে নিয়েই যাচ্ছে পরিবার। খোঁজ নিচ্ছি, প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের। দেশে করোনায় একদিনে সংক্রমণ ও মৃত্যুর সামান্য কমল। রাজ্যে একদিনে আক্রান্ত ৯২৪ জন, মৃত ১৩ জন। কলকাতাকে (Kolkata) ছাপিয়ে সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram