Lucknow ATS Operation: কুকার বোমার টার্গেট নেতারা, জেরায় স্বীকার ধৃত আলকায়দা জঙ্গিদের

Continues below advertisement

লখনউয়ে (Lucknow) ধৃত আলকায়দা জঙ্গিদের (Al-Qaeda Militants) জেরায় বিস্ফোরক তথ্য। কুকার বোমা তৈরি করে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। বোমা তৈরিতে খরচ হয়েছিল ২০০০ টাকা। নিশানায় ছিল একাধিক নেতা, খবর এটিএস (ATS) সূত্রে।

এদিকে, কলকাতার বুকেই কয়েকমাস ধরে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল ৩ জন জেএমবি (JMB) জঙ্গি। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। হরিদেবপুরে দু’টি ঘর ভাড়া নিয়ে থাকত তারা। বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিল তাদের আধার কার্ড রয়েছে। কিন্তু বাড়ির মালিককে আধার কার্ড বা তার কোনও কপি তারা দেয়নি। এই তিন জঙ্গিকে ওই বাড়িতে নিয়ে যায় সেখ সাকিল। এই সেখ সাকিলও তার ভুল পরিচয় দিয়েছিল। পুলিশের দাবি, একাধিক নাম ব্যবহার করত সাকিল। ওই তিন জঙ্গি ফেরিওয়ালা ও ফল বিক্রির কাজ করত বলে জানা গেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram