Amit Shah। প্রতি বছর ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালন করবে কেন্দ্র, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত শাহের

Continues below advertisement

এবার থেকে প্রতি বছর ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালন করবে কেন্দ্রীয় সরকার। '১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা', এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর

জয়ন্তর সাধের ক্লাব সিল করল পুলিশ। গ্রেফতারির ৮ দিন পরেও সমান ঔদ্ধত্য। প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ধাক্কা জয়ন্ত সিংহের।

প্রাসাদের মতো বাড়ি তুলতে নিয়মের তোয়াক্কা করেননি জয়ন্ত। তাঁরই পুকুরের একাংশ দখল করে তুলেছেন অট্টালিকা, অভিযোগ স্থানীয় বাসিন্দার।

এবার তৃণমূল কাউন্সিলরের মুখে জয়ন্তর অত্যাচারের কাহিনী। চারবছর ধরে ভয়ে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না, অভিযোগ কামারহাটির তৃণমূল কাউন্সিলরের।

পুলিশের উপস্থিতিতেই মাথাভাঙায় জমি বিবাদে মহিলাকে মারধর স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধানের ভাইয়ের। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলকর্মী।

বাগদায় উপ নির্বাচনের দিন পুলিশের পিস্তল তৃণমূল কর্মীর হাতে! সেলফি তুলে সোশাল মিডিয়ায় আপলোড। ছবি ভাইরাল হতেই শোরগোল। বিভাগীয় তদন্তের আশ্বাস পুলিশের।

সিন্ডিকেট বিবাদে তুলকালাম নিউটাউনে। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল জ্যাংড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্যের। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকির অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে।
শাসক-দ্বন্দ্বে নিউটাউনে তুলকালাম

ইডি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন অরবিন্দ কেজরিওয়ালের। যদি সিবিআই মামলার মীমাংসা না হওয়ায় আপাতত জেলবন্দি থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

শহরে ফের অগ্নিকাণ্ড। নাগেরবাজারের কাছে গেঞ্জি ও আইসক্রিমের কারখানায় বিস্ফোরণের পর আগুন। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। আগুন নেভাতে লড়াই ২০টি ইঞ্জিনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram