Ananda Sakal: ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে নতুন মোড়, আগেও টাকা দেওয়া হয়েছিল কংগ্রেস বিধায়কদের

Continues below advertisement

ঝাড়খণ্ডকাণ্ডে সিআইডি তদন্তে নতুন মোড়।  সিআইডি সূত্রে দাবি, উদ্ধার হওয়া ৪৯ লক্ষ টাকাই শুধু নয়, তার আগেও কংগ্রেস বিধায়কদের টাকা দেওয়া হয়েছিল।  সিআইডি সূত্রে দাবি, গুয়াহাটি থেকে কলকাতার এক ব্যবসায়ীর কাছে আসত টাকা পাঠানোর নির্দেশ।  ২৯ জুলাইয়ের আগে, গত ২০ জুলাই কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ও রাজেশ কচ্ছপ গুয়াহাটি গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকে তাঁরা কলকাতায় ফিরে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের থেকে নেন ৭৫ লক্ষ টাকা। এরপর সেই টাকা নিয়ে কংগ্রেস বিধায়করা ঝাড়খণ্ডে যান বলে অভিযোগ। অভিযোগ, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের কাছে গুয়াহাটি থেকে আসত নির্দেশ। তারপর তা পাঠানো হত বিভিন্ন জায়গায়।  আজ ফের ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ভবানীভবনে ডেকে পাঠিয়েছে বলে সূত্রের খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram