Aryan Khan Bail: শাহরুখ-পুত্র বাড়ি ফিরতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস| Bangla News

Continues below advertisement

কোথাও বাজল, কাড়া-নাকাড়া। কোথাও ফাটল শব্দবাজি। কোথাও আবার প্ল্যাকার্ড হাতে আনন্দে ভাসলেন অনুরাগীরা। জেলে কাটালেন ২৩ দিন। তারপর আরিয়ানের বাড়িতে ফেরায় উচ্ছ্বাস অনুরাগীদের মধ্যে। শাহরুখ পুত্রর নাম মাদক কাণ্ডে জড়িয়ে পড়া,বারবার জামিনের অভিযোগ খারিজ...সবকিছু নিয়ে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। শাহরুখ এ নিয়ে একটি কথাও বলেননি। ছেলের সঙ্গে কাচের দেওয়ালের ওপার থেকে একবার জেলে গিয়ে দেখাও করে এসেছেন। অবশেষে আজ মাদকমামলায় জামিনপ্রাপ্ত ছেলেকে পাশে বসিয়ে মন্নতে ফিরলেন শাহরুখ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram