Aryan Khan: মাদককাণ্ডে জামিন শাহরুখ-পুত্র আরিয়ানের, স্বস্তির হাওয়া 'মন্নত'-এ| Bangla News

Continues below advertisement

দীপাবলীর আগে মন্নতে স্বস্তির খবর। অবশেষে বম্বে হাইকোর্ট থেকে জামিন পেলেন আরিয়ান খান। গ্রেফতারের ২৫ দিন পর জামিন মঞ্জুর হল শাহরুখ খানের ছেলের। আরিয়ানের সঙ্গে জামিন পেলেন আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাও। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিনের তীব্র বিরোধিতা করে এনসিবি (NCB)। তাদের তরফে অ্যাডিসশনাল সলিসিটর জেনারেল অনিল সিংহ সওয়াল করেন, আরিয়ান খান প্রথবার মাদক নিয়েছেন এমন নয়। তিনি দু'বছর ধরে মাদক নিচ্ছেন। গ্রেফতারের সময় তাঁর কাছে মাদক পাওয়া যায়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram