Aryan Khan: আরিয়ানের মাদক মামলার তদন্ত করবেন না সমীর ওয়াংখেড়ে, দায়িত্ব নিচ্ছে দিল্লি এনসিবির বিশেষ তদন্তকারী দল | Bangla News

Continues below advertisement

মাদককাণ্ডে জামিন পাওয়ার পর শুক্রবার প্রথম NCB দফতরে হাজিরা দিলেন আরিয়ান খান। আর এদিনই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী, ঠিক হয়েছে, আর শাহরুখ-পুত্র আরিয়ানের মামলার তদন্ত করবেন না সমীর ওয়াংখেড়ে। আরিয়ান-সহ মোট ৬টি মামলার তদন্ত করবে দিল্লি NCB-র বিশেষ তদন্তকারী দল। মুম্বইতে থেকেই দিল্লির হেডকোয়ার্টারে রিপোর্ট করবেন সমীর ওয়াংখেড়ে। এদিন সন্ধেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দিল্লি সদর দফতর থেকে জারি করা প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়, মুম্বই NCB-র জোনাল ইউনিটের হাত থেকে মোট ৬টি মামলার তদন্তভার নেওয়া হচ্ছে। যে মামলাগুলির জাতীয় ও আন্তর্জাতিকস্তরে প্রভাব আছে। তাই আরও গভীরে গিয়ে তদন্ত করা প্রয়োজন। তবে কোনও অফিসারকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে সরানো হচ্ছে না। প্রয়োজন অনুযায়ী তাঁরা এই তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। বিবৃতির নিচে সই আছে NCB-র হেডকোয়ার্টারের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) IPS সঞ্জয়কুমার সিংহের।

সমীর ওয়াংখেড়ের দাবি, আদালতে তাঁর আবেদন সাক্ষেপেই এই মামলাগুলির তদন্তভার দিল্লির টিমকে দেওয়া হয়েছে।

৩ অক্টোবর মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ বেশ ৮ জনকে গ্রেফতার করে NCB। কিন্তু, এরপর সমীর ওয়াংখেড়েকে নিয়েই বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন NCP নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। ঘুষ চাওয়া, সরকারি চাকরি পেতে ভুয়ো নথি দিয়ে শংসাপত্র আদায়ের মতো অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। ঘুষ চাওয়ার অভিযোগ নিয়ে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেই তদন্তে শুরু করে NCB।

সমীর ওয়াংখেড়ে আর আরিয়ানকাণ্ডের তদন্ত করবেন না, এই খবর সামনে আসার পরই শুক্রবার নবাব মালিক ট্যুইটে লেখেন, ‘আরিয়ান খানের মামলা-সহ মোট ৫টি মামলা থেকে সরানো হল সমীর ওয়াংখেড়েকে। এরকম ২৬টি মামলা আছে, যেগুলির তদন্ত হওয়া দরকার। এটা সবে শুরু। এই ব্যবস্থাকে সাফ করতে আরও অনেক পদক্ষেপ করতে হবে এবং আমরা করবও।’

নবাব মালিকের জামাই সমীর খানের মামলার দায়িত্বও ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেই মামলারও তদন্ত করবে দিল্লি NCB-র SIT।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram