Accident: ৫১ ঘণ্টা পর অভিশপ্ত ওই এলাকায় ধীর গতিতে পেরোলো বন্দে-ভারত এক্সপ্রেস

Continues below advertisement

 ৫১ ঘণ্টা পর বাহানাগায় (Bahanaga ) গড়াল ট্রেনের চাকা। ভয়াবহ দুর্ঘটনার (Odisha Train Accident )৩ দিনের মাথায়, আপ ও ডাউন দুটি লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস ও পুরুষোত্তম এক্সপ্রেস ধীর গতিতে নতুন লাইনের ওপর দিয়ে পাস করে। অভিশপ্ত ওই এলাকা ধীর গতিতে পেরোয় হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেসও। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ( Coromandel express accident  ) এলাকায় চলছে মেরামতির কাজ। এখনও অস্থায়ী মর্গ ও হাসপাতালে পরিচয়হীন মৃতদেহের স্তূপ। দেহ শনাক্তকরণ কেন্দ্রে প্রিয়জনের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। নাশকতা, অন্তর্ঘাত নাকি, অন্য কিছু জানতে ঘটনাস্থল পরিদর্শন করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram