Bipin Rawat Demise: CDS-এর মৃত্যুতে শোকপ্রকাশ জেনারেল শঙ্কর রায়চৌধুরীর, কী বললেন তিনি? শুনুন | Bangla News

Continues below advertisement

কুন্নুরে কপ্টার দুর্ঘটনা, জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু। মৃত ১৩ জনের মধ্য়ে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী। কুন্নুরে কপ্টার দুর্ঘটনা নিয়ে জানাল বায়ুসেনা। তামিলনাড়ুর কুন্নুরে MI-17 V-5 কপ্টারে দুর্ঘটনা নিয়ে জানাল বায়ুসেনা। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।

এই নিয়ে জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেন, "এই দুর্ঘটনার কারণ তা তদন্ত না হলে পরিষ্কার হবে না। এই কপ্টারটি খুবই উন্নতমানের। এটি দিয়ে হরেক রকমের কাজে ব্য়বহার হয়। অত্যন্ত কষ্টসহিষ্ণু। কিন্তু আফটার অল মেশিন। মেনটেনেন্স করতে হয় যথাযথ। যেখানে দুর্ঘটনাটি হয়েছে সেই জায়গাটি দুর্গমও নয়। এর পিছনে কোনও নাশকতা রয়েছে কি না তা বলা যাবে না যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট পেশ করে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram