Black Fungus: করোনার মতো এবার ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারী ঘোষণা করল কেন্দ্র

Continues below advertisement

করোনা-মহামারীর ঝাপটায় গোটা দেশ যখন ছারখার হয়ে যাচ্ছে, তখন  ভয়াবহ এই অসুখকেও মহামারী ঘোষণা করেছে কেন্দ্র। 

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণার জন্য প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যেখানে বলা হয়েছে, এই রোগকে ‘মহামারি আইন’-এর তালিকাভুক্ত করা হোক। 

রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানাতে হবে।  ঠিক যেমনটা হচ্ছে এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে। মহামারি সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। চিঠিতে তিনি লিখেছেন, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের সনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিকে মেনে চলতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram