Cabinet Expansion: প্রথমবার বাঁকুড়ার বিজেপি সাংসদ হয়েই প্রতিমন্ত্রী হলেন সুভাষ সরকার

Continues below advertisement

মন্ত্রীসভায় চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান। মন্ত্রীসভায় প্রথম শপথ নেন নারায়ণ রানে। এরপর শপথ নেন জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া। তাঁদের শপথ বাক্য় পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০২০-এ বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবারও পূর্ণমন্ত্রী পাচ্ছে না বাংলা: সূত্র। রদবদলের আগে ১২ জন মন্ত্রীর ইস্তফা। শপথ নেবেন ৪৩ জন মন্ত্রী। ৭ জন মন্ত্রীর পদোন্নতি। মোদি মন্ত্রিসভায় বাংলায় ৪ প্রতিমন্ত্রী। শপথ নিলেন রামচন্দ্র প্রসাদ সিংহও। জেডিইউ সাংসদ প্রাক্তন আইএএস রামচন্দ্র প্রসাদ সিংহ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নীতীশ কুমার ঘনিষ্ঠ রামচন্দ্র সিংহ। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশ্বিনী বৈষ্ণব। ওড়িশা থেকে রাজ্যসভার বিজেপি সাংসদ অশ্বিনী বৈষ্ণব। অটল বিহারী বাজপেয়ীর সচিব ছিলেন অশ্বিনী বৈষ্ণব। বালাসোর-কটকের জেলা শাসক ছিলেন অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলে পশুপতি পারস। রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতির পারস। লোকসভার এলজেপির সংসদীয় দলের নেতা পশুপতি। বিহারের হাজিপুর থেকে এলজেপি সাংসদ পশুপতি পারস। বিহারের ৩ বার মন্ত্রী ছিলেন পশুপতি পারস। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিরেণ রিজিজু। অরুণাচল পশ্চিমের বিজেপি সাংসদ কিরেণ রিজিজু। শপথ নিলেন শ্রী রাজকুমার সিংহ। ইউপিএ আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ছিলেন রাজকুমার সিংহ। বিহারের আরা থেকে বিজেপি সাংসদ রাজকুমার সিংহ। কেন্দ্রীয় মন্ত্রীসভায় শপথ নিলেন হরদীপ সিংহ পুরী। উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হরদীপ সিংহ পুরী। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলে হরদীপ সিংহ পুরী। শপথ নিলেন শ্রী ভূপেন্দ্র যাদব। প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশায় আইনজীবী ভূপেন্দ্র যাদব।  বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। রাজ্যস্থান থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিলেন পুরুষোত্তম রুপালা। গুজরাত থেকে ২ বারের রাজ্যসভার সাংসদ পুরুষোত্তম। মোদি মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী ছিলেন পুরুষোত্তম রুপালা। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি কিষেণ রেড্ডি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে জি কিষেণ রেড্ডির শপথ। তেলঙ্গানার বিজেপি সাংসদ জি কিষেণ রেড্ডি। সেকেন্দ্রবাদের বিজেপি সাংসদ জি কিষেণ রেড্ডি। অর্থ প্রতিমন্ত্রী থেকে পূর্মমন্ত্রী হিসেবে শপথ নিলেন অনুরাগ ঠাকুর। হিমাচলপ্রদেশের হামিরপুরের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ ছিলেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিলেন পঙ্কজ চৌধুরী। প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পঙ্কজ চৌধুরী। উত্তরপ্রদেশ থেকে ৬ বারের সাংসদ, প্রথমবার মন্ত্রিসভায়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আপনা দলের সাংসদ অনুপ্রিয়া পটেল। বিজেপির সহযোগীর আপনা দলের সভানেত্রী অনুপ্রিয়া পটেল। মির্জাপুরের আপনা দলের সাংসদ অনুপ্রিয়া পটেল। মির্জাপুরের আপনা দলের ২ বারের সাংসদ অনুপ্রিয়া পটেল। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিলেন সুভাষ সরকার। বাঁকুড়ার বিজেপি সাংসদ। পেশায় চিকিৎসক, প্রথমবার বিজেপি সাংসদ সুভাষ সরকার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram