লাদাখ নিয়ে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে সনিয়া-সীতারাম-মমতা, ডাকই পেলেন না কেজরিবাল
Continues below advertisement
লাদাখে চিনা হামলা নিয়ে পরবর্তী রণকৌশল স্থির করতে প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক। এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন ২০টি দলের প্রতিনিধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি থাকবেন বিজেপি সভাপতিও। তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য দলের প্রতিনিধিদের মধ্যে থাকবেন সনিয়া গাঁধী, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, এম কে স্ট্যালিন, মায়াবতী, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেনরা। যদিও বৈঠকে থাকছেন না আম আদমি পার্টি, আরজেডি, জেএমএম, টিডিপি, মিমের প্রতিনিধিরা।
Continues below advertisement
Tags :
India - China Border Face Off India China Border Firing China Killed Indian Soldiers India China Ladakh Indo-China Conflict ABP Live ABP Ananda LIVE Indian Soldiers Killed Abp Ananda PM Modi Mamata Banerjee