India-China face off:তাওয়াঙে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চিনা সেনার, বাধা, সংঘর্ষ
লাদাখের গালওয়ানের পর এবার অরুণাচল প্রদেশের তাওয়াং। ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও চিনা সেনার সংঘর্ষ। সংঘর্ষে প্রাণহানি না হলেও, দু’পক্ষেরই কয়েকজন সেনা আহত হয়েছেন। ,সেনার তরফে জানানো হয়েছে, গত শুক্রবার ৩০০ জন চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা বাধা দেয়। চিনের আগ্রাসনের চেষ্টা রুখে দেয় ভারতীয় জওয়ানরা। আহত ভারতীয় সেনাদের গুয়াহাটির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাওয়াঙে ভারত-চিন সংঘর্ষের প্রেক্ষিতে এবার কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস। সংসদে এ নিয়ে আলোচনার দাবি জানিয়েছে তারা। সীমান্ত ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার, অভিযোগ কংগ্রেসের। কেন্দ্রের নীতির জন্যই চিন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে, অভিযোগ কংগ্রেসের।লোকসভা ও রাজ্যসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছে কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের বিবৃতি দাবি করে রাজ্যসভায় নোটিস দিয়েছে তৃণমূলও।