'প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র নিয়ে প্রবেশ, প্রয়োজনে হামলা', চুক্তিতে এই বদলই চায় ভারত
Continues below advertisement
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে ২৪ বছরের পুরনো চুক্তি বদলের কথা ভাবছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
Continues below advertisement
Tags :
Indian Army China Army India China Border Crisis Ladakh Tension India-China Face-off India China Stand Off India-China Border Tension Indian Army Abp Ananda