Chinese Apps Banned: Garena Free Fire-সহ চিনের ৫৪টি অ্যাপ নিষিদ্ধ হল ভারতে | Bangla News

Continues below advertisement

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফের একগুচ্ছ চিনা অ্যাপ (Chinese Apps) নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গেম অ্যাপও। এটি যদিও সিঙ্গাপুরের অ্যাপ, যে সংস্থা অ্যাপটির দায়িত্বে রয়েছে, তারাও সিঙ্গাপুরের। ২০২০ সালে কেন্দ্র পাবজি নিষিদ্ধ করার পর, ডিজিটাল গেম প্রিয় নাগরিদের মধ্যে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছিল। গত বছর দেশে সবথেকে বেশি এই অ্যাপটিই ডাউনলোড করা হয়েছিল। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ বার মোট ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সেই মর্মে নির্দেশিকা পাঠানো হয় কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে। তথ্য প্রযুক্তি আইনের ৬৯ (এ) অনুচ্ছেদের জরুরি বিধান ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবার যে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে, সেই তালিকায় রয়েছে বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা: সেলফি ক্যামেরা, ইকুয়ালাইজার অ্যান্ড বেস বুস্টার, ক্যানকার্ড ফর সেলস ফোর্স ইএনটি, আইসোল্যান্ড ২: অ্যাশেস অফ টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট শ্রাইভার, অনমিয়োজি চেজ, অনমিয়োজি আরিনা, অ্যাপলক ডুয়াল স্পেসের মতো অ্যাপ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram