Congress presidential elections: সনিয়া গাঁধীর পরে কে ধরবেন কংগ্রেসের হাল? শশী না মল্লিকার্জুন ? আজ ভোট

Continues below advertisement

সনিয়া গাঁধীর পরে কে ধরবেন কংগ্রেসের হাল? শশী তারুর না মল্লিকার্জুন খাড়গে? দ্য গ্র্যান্ড ওল্ড পার্টির সভাপতি নির্বাচন আজ। ভোট দেবেন কংগ্রেসের ৯ হাজার ৮০০ জন সদস্য। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। দেশজুড়ে মোট ৪০টি কেন্দ্রের ৬৮টি বুথে, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন প্রতিনিধিরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram