Corona: করোনা আবহে অক্সিজেন সঙ্কট রুখতে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

Continues below advertisement

করোনা আবহে অক্সিজেনের সঙ্কট রুখতে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শিল্পক্ষেত্রে অক্সিজেন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র। সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের লেখা চিঠিতে এই নির্দেশের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। চিঠিতে অজয় ভল্লা লিখেছেন করোনা পরিস্থিতেতে চিকিৎসায় অক্সিজেন সরবরাহে যাতে ঘাটতি না পড়ে তা নিশ্চিত করতে শিল্পক্ষেত্রে বন্ধ করতে হবে অক্সিজেনের ব্যবহার। দেশজুড়ে ভয়াবহ করোনা আবহে মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্য অক্সিজনের অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে কেন্দ্রের এই নির্দেশ। তবে নয়টি শিল্পকে নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram