COVID-19 Vaccine: আলফা ও ডেল্টা ভ্যারিয়্যান্টের মোকাবিলায় সক্ষম কোভ্যাকসিন, দাবি মার্কিন সংস্থার

Continues below advertisement

ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাকসিন (COVAXIN) আলফা ও ডেল্টা দুই ভ্যারিয়েন্ট মোকাবিলাতেই সমান কার্যকরী, দাবি মার্কিন সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের (National Institute of Health)। সংস্থার দাবি, কোভ্যাকসিন প্রয়োগে যে অ্যান্টিবডি তৈরি হয়, তার জেরেই এই দুই ভ্যারিয়েন্টের মোকাবিলা সম্ভব। ভারতে এখনও পর্যন্ত আড়াই কোটি মানুষকে কোভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিকে স্পুটনিক প্রস্তুতকারক সংস্থার দাবি, তাদের ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় ৯০ শতাংশ সক্ষম।

এদিকে, শান্তিনিকেতনে (Shantiniketan) আদিবাসী মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। শান্তিনিকেতন থানার কমলাকান্তপুরে দিন মজুরের কাজ করা এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এলাকায় পাঁচিল তৈরির কাজ চলছিল। কাজ চলাকালীন ওই মহিলাকে এক রাজমিস্ত্রি ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তকে আজ বোলপুর (Bolpur) আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram