Covaxin Phase 3 Trial : করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকর কোভ্যাকসিন, তৃতীয় পর্যায়ের ট্রায়ালের নথি পেশ কেন্দ্রের

Continues below advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, আইসিএমআর (ICMR) এবং ভারত বায়োটেকের কোভিড (Covid) টিকা কোভ্যাকসিনের (Covaxin) ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হল। তথ্য অনুযায়ী, কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল ৭৭.৮ শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছে। ভারত বায়োটক সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈঠক অনুষ্ঠিত হবে কয়েকদিনের মধ্যে। সেই বৈঠকে এই কোভ্যাকসিনের তথ্য পেশ করা হবে। এই বৈঠক করোনা পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই টিকা সারা বিশ্বের কোথায় কোথায় স্বীকৃত হবে তা বিবেচনা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ ভারত সরকারের ড্রাগ কন্ট্রোলের বিশেষ কমিটির কাছে টিকার ট্রালায়ের তথ্য পেশ করেছে ভারত বায়োটেক। 

অন্যদিকে, আজ দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে বিরোধীদের বৈঠক। বৈঠকে যোগ দিল তৃণমূল, আপ, ন্যাশনাল কনফারেন্স, সিপিআই। বৈঠকে রয়েছেন তৃণমূল নেতা যশবন্ত সিনহা। যোগ দিয়েছেন সিপিএম নেতা নীলোৎপল বসু। বৈঠকে সিপিআইয়ের সাংসদ বিনয় ভিশ্যম। বৈঠকে যোগ দিয়েছেন জাভেদ আখতার। বৈঠকে যোগ দিয়েছেন ন্যাশানল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। বৈঠকে যোগ দিয়েছেন মজিদ মেনন। বৈঠকে যোগ দিয়েছেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram