COVID Update: 'গ্রামীণ এলাকায় সঠিক উদ্যোগে করোনা রোখা সম্ভব', মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি

Continues below advertisement

করোনা মোকাবিলায় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক। আজ এই বৈঠকে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, "যখন সংক্রমণের হার কম থাকে তখনও কঠিন চ্যালেঞ্জ করোনা। সাধারণ মানুষকে করোনা-বিধি সম্পর্কে সচেতন রাখা প্রশাসনের চ্যালেঞ্জ। টিকা সরবরাহের টাইমলাইন তৈরি করা হয়েছে। এর ফলে টিকাকরণের (Vaccination) অনিশ্চয়তা দূর হবে। টিকাকরণের ক্যালেন্ডার নিয়ে প্রচার করা হবে। মহামারী মোকাবিলায় সবসময় সচেতন থাকতে হবে। টিকার অপচয় বন্ধ করাও ভীষণ জরুরি। গ্রামীণ এলাকায় সঠিক ভাবে উদ্যোগ নিলে করোনা রোখা সম্ভব। টিম তৈরি করে গ্রামে কাজ করতে হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram