COVID Update: গঙ্গা-যমুনায় ভাসছে করোনা রোগীদের দেহ, বিহার-উত্তর প্রদেশের ছবি ঘিরে দেশজুড়ে তোলপাড়
Continues below advertisement
যমুনায় (River Yamuna) ভাসছে একের পর এক অর্ধদগ্ধ মৃতদেহ। গঙ্গার পাড়ে মৃতদেহের স্তুপ। অ্যাম্বুল্যান্স থেকে দেহ নামিয়ে সৎকার নয়, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে নদীতে। হাড় হিম করা, লজ্জাজনক এই ছবি বিহার (Bihar) ও উত্তরপ্রদেশের (Uttar Pradesh)। উত্তরপ্রদেশের হামিরপুরে গত কয়েকদিন যমুনায় ভেসে উঠেছে একের পর এক লাশ। একই ছবি বিহারের কাটিহার ও বক্সারে। প্রশ্নের মুখে যোগী ও নীতীশ-বিজেপি সরকার।
Continues below advertisement
Tags :
Corona Vaccine Coronavirus Coronavirus India Updates Coronavirus India Corona Coronavirus In India Death Uttar Pradesh Bihar Corona Cases In India Coronavirus News Maharashtra Coronavirus Corona Update Coronavirus Death Coronavirus LIVe Updates Oxford Vaccine Corona Death In India Coronavirus India Live Delhi Coronavirus Corona Symptoms Covid-19 Cases Coronavirus India Highlights COVID-19 Cases Today Oxygen Shortage Coronavirus News India Live Half Burnt Dead Bodies Deab Body