Covid Updates: 'মানুষেরই মতো বাঁচার অধিকার আছে করোনারও', সরব উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

মানুষেরও প্রাণ আছে, করোনারও (Corona) প্রাণ আছে। মানুষের মতো করোনারও (Covid) বাঁচার অধিকার আছে, এমন আজব যুক্তি দেখালেন উত্তরাখণ্ডের (Uttarakhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত (Trivendra Singh Rawat)। তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। ওই ভাইরাসটিও একটি প্রাণী। আমরা ভাবি আমরা বেশি বুদ্ধিমান। কিন্তু ওই প্রাণীটিও নিজেকে বাঁচাতে চায়। ভাইরাসেরও বাঁচার অধিকার আছে। নিজেকে বাঁচানোর জন্য ভাইরাসটি নিজের রূপ পরিবর্তন করছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram