Covid Updates: নদীর পাড়ে সারি দিয়ে পুঁতে রাখা মৃতদেহ, চাঞ্চল্য উত্তর প্রদেশের উন্নাওতে

Continues below advertisement

নদীতে ভাসছে মৃতদেহ। কোথাও কোথাও সেই মৃতদেহ এসে জমা হচ্ছে নদীর পাড়ে। বিহার, (Bihar) উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও মধ্যপ্রদেশ, (Madhya Pradesh) এই তিন রাজ্যের একাধিক জেলা থেকে উঠে আসছে এই ধরণের অমানবিক মর্মান্তিক ছবি। বারাণসীতে গঙ্গায় মিলেছে ৭টি মৃতদেহ। কানপুরের কাছে গঙ্গায় ভাসতে দেখা গেছে ২৪টি মৃতদেহ। সেগুলিকে গঙ্গার পাড়েই সমাধিস্থ করে প্রশাসন। উত্তরপ্রদেশের গাজীপুরে মৃতদেহ ভেসে আসার পর বারাণসীতে নজরদারি শুরু হয়। বৃহস্পতিবার উদ্ধার হয় ৭টি মৃতদেহ। গঙ্গার ধারেই সেই দেহগুলি সমাধিস্থ করা হয়। উত্তরপ্রদেশের উন্নাওয়ে (Unnao) গঙ্গার পাড়ে উদ্ধার হয়েছে সারি দিয়ে পুঁতে রাখা মৃতদেহ। দেহগুলি করোনা (Covid) আক্রান্তদের কিনা, কে বা কারা রাতারাতি সেগুলি পুঁতে দিয়ে গেল, এমন প্রশ্ন উঠছে। তদন্তে নেমেছে জেলা প্রশাসন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram