Covid Vaccination: জুলাই-আগস্টের মধ্যেই ১২-১৮ বছর বয়সীদের টিকাকরণের সম্ভাবনা, জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান
করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ এখনই আসার সম্ভাবনা নেই। জাইডাস-ক্যাডিলা ভ্যাকসিনের ট্রায়ালও শেষ পর্যায়ে। জুলাই-আগস্ট মাসের মধ্যেই ভারতে ১২-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়ে যাবে। জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরা।
সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজপুর-সোনারপুর পৌরসভার মোট ৩৫টি ওয়ার্ডে দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পৌরসভার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। কোভিড সংক্রমণ রোধ করার জন্যই প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের থেকে অনেকটা কমলেও এখনও রাজপুর-সোনারপুর পুর এলাকায় নতুন করে সংক্রমণের খবর সামনে আসছে। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই নতুন করে তিন দিন দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুর এলাকায় মাইকে প্রচার শুরু করেছে পুরসভা ও পুলিশ। প্রশাসনের এই সিদ্ধান্তে সমস্যা হলেও সংক্রমণ কমানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজ্যে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩৬ জন, মৃত ২৯। একদিনে সুস্থতার সংখ্যা ২ হাজারের বেশি। রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।