Covid Vaccine: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য চালু হচ্ছে করোনার টিকাকরণ । Bangla News
৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনের কথা জানালেন নরেন্দ্র মোদি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে ভ্যাকসিনেশন। ১৫ থেকে ১৮ বয়সীদের জন্য ভারতে শুরু হবে ভ্যাকসিন। ১০ জানুয়ারি থেকে প্রিকশন ডোজ শুরু। এছাড়াও তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী ডবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
এ বিষয় চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, এটাকে ঐতিহাসিক ঘোষণা বলে আমার মনে হয়। আমরা যেভাবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেখানে ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের ভ্যাকসিন একটা বিরাট পদক্ষেপ।
শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, এটার জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষা করছিলাম। সুতরাং এই ঘোষণাটি খুবই আনন্দের। এই ঘোষণাটি খুবই জরুরি পদক্ষেপ বলে আমি মনে করি।