Covid Variant : ভারতে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্স-ই , মুম্বইয়ে আইসোলেশনে মহিলা ।Bangla News

Continues below advertisement

এবার ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’র হদিশ! ওমিক্রনের ২টি প্রজাতির মিশ্রণের হদিশ মিলল মুম্বইতে । মুম্বইয়ে করোনার নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তের হদিশ। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে ‘এক্স-ই’র হদিশ। ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক এক্সই, দাবি বিশেষজ্ঞদের। ব্রিটেনে প্রতি ১৩জনের মধ্যে একজন ‘এক্স-ই’ সংক্রামিত । ‘এক্স-ই আক্রান্ত মহিলা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা’। ‘১০ ফেব্রুয়ারি ভারতে আসেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই মহিলা’। করোনা পজিটিভ হওয়ার পরেই আইসোলেশনে আক্রান্ত: সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram