Covid Variant : ভারতে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্স-ই , মুম্বইয়ে আইসোলেশনে মহিলা ।Bangla News
Continues below advertisement
এবার ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’র হদিশ! ওমিক্রনের ২টি প্রজাতির মিশ্রণের হদিশ মিলল মুম্বইতে । মুম্বইয়ে করোনার নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তের হদিশ। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে ‘এক্স-ই’র হদিশ। ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক এক্সই, দাবি বিশেষজ্ঞদের। ব্রিটেনে প্রতি ১৩জনের মধ্যে একজন ‘এক্স-ই’ সংক্রামিত । ‘এক্স-ই আক্রান্ত মহিলা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা’। ‘১০ ফেব্রুয়ারি ভারতে আসেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই মহিলা’। করোনা পজিটিভ হওয়ার পরেই আইসোলেশনে আক্রান্ত: সূত্র।
Continues below advertisement
Tags :
India Mumbai Corona COVID ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Corona India এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Omicron Fourth Wave Covid Inida Corona