Cyclone Tauktae: 'তওতে'-র তাণ্ডবে মুম্বইয়ের রাস্তায় উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তরুণীর

Continues below advertisement

ঘূর্ণিঝড় তওতের ধাক্কায় মুম্বই উপকূলের কাছে ডুবতে বসেছে একটি বার্জ।  ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৭৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।  এখনও ৯৬ জনকে উদ্ধার করা যায়নি। তাঁদের উদ্ধারের জন্য নৌবাহিনীর জাহাজ আইএনএস কোচি, আইএনএস কলকাতা সহ  ৪টি জাহাজকে কাজে লাগানো হচ্ছে। মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক হেলিকপ্টার। তবে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার জন্য ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। এই বার্জ ছাড়াও সাগর ভূষণ ওয়েল রিগ-এ আটকে পড়েছেন ১০১ জন। তাঁদেরও উদ্ধারের চেষ্টা হচ্ছে। অন্য একটি বার্জও বিপদের মধ্যে পড়েছে। সেই বার্জে ১৯৬ জন যাত্রী ও ক্রু রয়েছেন। 

অন্যদিকে, ঘূর্ণিঝড় তওতের তাণ্ডবে মহারাষ্ট্রের ঠানে ও পালঘরে প্রাণ হারালেন ৫ জন। মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। গুজরাতে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তওতের ধ্বংসলীলায় বহু বাড়ি ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে গাছ, ইলেকট্রিক পোস্ট। শক্তি ক্ষয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হলেও, মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram