Delhi Air Pollution: দূষণে রোধে গোটা এনসিআরে লকডাউনে রাজি, সুপ্রিম কোর্টের তোপের পর জানাল দিল্লি সরকার | Bangla News
'দূষণ রোধে রাজধানীতে (Delhi) সম্পূর্ণ লকডাউনে রাজি' সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানাল দিল্লি সরকার (Delhi Government)। 'গোটা NCR-এ লকডাউন করলে কমতে পারে দূষণ', হলফনামায় জানিয়েছে কেজরিওয়াল সরকার। 'ফসলের অবশেষ পোড়ানোর জেরে দূষণের পরিমাণ সামান্য। ১০০ শতাংশ দূষণের মাত্র ১০ শতাংশই এর জন্য দায়ী', সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল। শুধু ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নয়, দূষণ বাড়ছে অন্যান্য কারণে। দূষণ ছড়াচ্ছে নির্মাণকাজ, অপ্রয়োজনীয় যান চলাচল, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র', বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রকে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে বৈঠকের নির্দেশ। দূষণ হ্রাসে রূপরেখা তৈরি করতে ১৬ নভেম্বর জরুরি বৈঠকের নির্দেশ। কেন্দ্রকে অবিলম্বে দূষণ রোধে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ। কৃষকদের এক সপ্তাহ ফসলের অবশিষ্টাংশ পোড়ানোয় নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করুক পঞ্জাব-হরিয়ানা সরকার, নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।