Delhi: এটা তৃণমূলের চালাকি, আনসারের 'BJP-যোগ' ভিত্তিহীন বলে দাবি রাহুল সিনহার । Bangla News

Continues below advertisement

দিল্লি-হিংসার মূল চক্রী আনসারের সঙ্গে ‘বিজেপি-যোগ’! তৃণমূলের (TMC) একাধিক নেতার ট্যুইট ঘিরে নতুন বিতর্ক। ট্যুইট করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), ইন্দ্রনীল সেন, সুজিত বসু, সমীর চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আনসারের বিজেপি সখ্যের সপক্ষে একাধিক ছবি তৃণমূল নেতাদের ট্যুইটে। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আনসার, এমনই অভিযোগ এনেছেন তৃণমূল নেতারা।

যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha)। বলেন, "সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ কারও সঙ্গে দেখা করলেই ঘনিষ্ঠ হয়ে যায় না। ওরা পরিকল্পিতভাবে একসঙ্গে সবাই ট্যুইট করছে। তৃণমূলের যোগসূত্র চলে আসছে। মুখ ঘোরানোর জন্য এটা তৃণমূলের চালাকি। কয়েকদিনের মধ্যেই সত্যি সামনে আসবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram