PM on Dilip Kumar: 'তাঁর অভিনয়ে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম', ট্যুইটে শোকবার্তা মোদির
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে রাহুল গাঁধীর (Rahul Gandhi) । এদিন নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "সিনেদুনিয়ার লেজেন্ড হিসেবে চিরদিন সকলের মনে রয়ে যাবেন দিলীপ কুমারজী। তিনি অতুলনীয় প্রতিভার অধিকারী ছিলেন। সেই কারণেই তাঁর অভিনয়ে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম। সাংস্কৃতিক দুনিয়ায় তাঁর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা।"
দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ(Rajnath Singh)। ট্যুইটারে তিনি লিখেছেন, "দিলীপ কুমার একজন প্রতিভাবান অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। গঙ্গা যমুনার মতো ছবিতে তাঁর অভিনয় লক্ষ লক্ষ সিনেমাপ্রেমীর মন ছুঁয়ে গিয়েছে। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।" ভারতীয় সিনেমায় দিলীপ কুমারের অবিস্মরণীয় অবদান আগামী কয়েক প্রজন্মের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।
প্রয়াত প্রবীণ অভিনেতা দিলীপকুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। আজ সকাল ৭.৩০টায় মৃত্যু হয় তাঁর। অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। দিলীপকুমারের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার কৃতিত্বও তাঁরই।