Fake CBI Lawyer: স্বরাষ্টমন্ত্রকের প্রতিনিধি হিসাবে জোহানসবার্গের ব্রিকস সম্মেলনে ছিলেন সনাতন

Continues below advertisement

সনাতনকাণ্ডে এবার পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন সনাতন রায়চৌধুরী (Sanatan Roychowdhury)। অংশ নিয়েছেন বিদেশের সরকারি অনুষ্ঠানেও। জেরায় জানিয়েছেন সনাতন। অংশ নিয়েছিলেন জোহানসবার্গের (Johannesburg) ব্রিকস সম্মেলনে। ব্রিকস (BRICS) সম্মেলনে উপস্থিত ছলেন প্রধানমন্ত্রীও (Prime Minister)। সেখানে তিনি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের (Union Home Ministry) প্রতিনিধি। কীভাবে তিনি যাওয়ার অনুমতি পেলেন খতিয়ে দেখছে পুলিশ (Police)। 

সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তর নাম সনাতন রায়চৌধুরী। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে লাগানো সিবিআই লেখা স্টিকার। পুলিশ সূত্রে খবর, বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। পুলিশের দাবি, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে ভুয়ো পরিচয়ে গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে।  সোশাল মিডিয়ায় নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলেও তিনি পরিচয় দিতেন বলে জানা গিয়েছে। অভিযোগ, হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের কৌঁসুলি পরিচয়ে প্রভাব খাটিয়ে গড়িয়াহাট থানা এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন ওই আইনজীবী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram