Durga Puja 2021: দিল্লির সিআর পার্কে এবারও ঘটপুজো| Bangla News

Continues below advertisement

যমুনা পাড়েও শারদোৎসবের আয়োজন। নয়ডায় করোনাবিধি মেনে পুজোর পাশাপাশি ভলান্টিয়ার, ঢাকি থেকে পুরোহিত প্রত্যেকেই  ভ্যাকসিনেটেড। দিল্লির সিআর পার্কে এবারও ঘটপুজো করবেন উদ্যোক্তারা।

বাংলা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে মন ভালো নেই নয়ডা, দিল্লিরও। সেখানে এবারও পুজো হবে নেহাতই নমো নমো করে। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজার সহ একগুচ্ছ করোনাবিধি তো আগে থেকেই ছিল।  নয়ডার পুজো-বিধিতে এবার বাড়তি সংযোজন ডবল ডোজ ভ্যাকসিন। ভলান্টিয়ার, ঢাকি থেকে পুরোহিত প্রত্যেকেই ডাবল ভ্যাকসিনেটেড। গতবারের মতো এবারও প্রতিমার উচ্চতা ৪ ফুটের কম। 
কমপক্ষে ১০টা বড় পুজো হয় দিল্লির চিত্তরঞ্জন পার্কে। করোনা আসার আগে যে পুজোগুলো ঘটা করে হত, এবার সেখানে শুধুই ঘটপুজো। মাত্র ক’দিন আগেই মিলেছে প্রতিমা পুজোয় অনুমতি, এত দ্রুত এত আয়োজন করা সম্ভব নয়, দাবি সি আর পার্কের পুজো উদ্যোক্তাদের। একটানা বৃষ্টি, যা প্রতিমা তৈরি করেছেন তাই শুকোচ্ছে না। তারপর এসেই চলেছে অর্ডার। রীতিমতো হিমশিম খাচ্ছেন শিল্পী অরবিন্দ দাস। এবার দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, পুজো মণ্ডপে একেবারেই ভিড় করা যাবে না। 
পাশাপাশি, ২৪ ঘণ্টা মণ্ডপের ভিডিও রেকর্ডিং করতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram