Economic Slowdown: 'কোভিড পরিস্থিতিতে সরকারের উচিত হয়নি খরচ বাড়ানো', মনে করেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়

Continues below advertisement

আশঙ্কা সত্যি করে বড় ধাক্কা দেশের অর্থনীতিতে। ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি (GDP) সংকোচন ৭.৩ শতাংশ। গত ৪ দশকে প্রথমবার বছরভর সঙ্কোচনে রেকর্ড অর্থনীতিতে। গত অর্থবর্ষের তুলনায় সঙ্কোচন প্রায় ১০ লক্ষ কোটি টাকার। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় (Suman Mukherjee) বলেন, ‘যে মহামারীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেদিক থেকে বিচার করলে এটা হতে পারে। অনেক সময় সরকার নোট ছাপিয়েও এই সমস্যার সমাধান করে যুদ্ধকালীন তৎপরতায়। তবে, দৈনন্দিন খরচ ৭ শতাংশের উপর উঠেছে। কিন্তু এটি ৩ শতাংশের বেশি হওয়া উচিত নয়। কোভিডে জর্জরিত দেশের পরিস্থিতিতে সরকারের উচিত হয়নি খরচ বাড়ানো।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram