Farm Laws: আইন প্রত্যাহারের পরও অনড় কিষাণ মোর্চা, আগামীকাল বৈঠক ৪২টি কৃষক সংগঠনের | Bangla News

Continues below advertisement

নয় সদস্য়ের কোর কমিটির ৩ ঘণ্টার বৈঠকের পর আন্দোলনে অনড় সংযুক্ত কিষাণ মোর্চা। সরকারের বিরুদ্ধে আগের ঘোষিত আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষরা। ২২ তারিখ লখনৌতে র‌্যালি করবে কৃষক সংগঠন। ২৯ তারিখ সাংসদ ঘেরাও কর্মসূচিতে আপাতত কোনও বদল আনছে না সংযুক্ত কিষাণ মোর্চা। আজ সিঙ্ঘু সীমানায় বৈঠকে বসে ৯ সদস্য়ের কোর কমিটি। আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করার পর আগামীকাল বৈঠকে বসছে ৪২টি কৃষক সংগঠন। এদিনের বৈঠকে মূলত ৪টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কৃষক সংগঠনের তরফে প্রশ্ন তোলা হয়েছে কৃষি আইন বাতিলের সাংবিধানিক প্রক্রিয়া কবে শুরু হবে? নূন্যতম সহায়ক মূল্য়ের নিশ্চয়তা কবে মিলবে? আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিয়ে কী সিদ্ধান্ত? আন্দোলনে মৃত কৃষক পরিবারকে আর্থিক সাহায্যের কী হবে? এনিয়ে সরকারের কাছে স্পষ্ট জবাব চায় কৃষক সংগঠন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram