Farmers Protest: ঘরে ফেরা! ৩৭৮ দিন পর কৃষক আন্দোলনের সমাপ্তি ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার | Bangla News

Continues below advertisement

কেন্দ্র দাবি মেনে নেওয়ায়, একবছর পর কৃষক আন্দোলন প্রত্যাহার। সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে সিদ্ধান্ত। ৩৭৮ দিনের আন্দোলন শেষ কৃষকদের। শনিবার থেকে ঘরে ফিরতে শুরু করবেন আন্দোলনকারী কৃষকরা। ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবি মানার লিখিত প্রতিশ্রুতি। এমএসপি (MSP) দাবি খতিয়ে দেখতে কমিটি গড়ার প্রতিশ্রুতি। আন্দোলনরত কৃষকদের উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহারেরও প্রতিশ্রুতি। লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হয়। দিল্লি সংলগ্ন গাজিপুর, টিকরি এবং সিঙ্ঘু সীমানায় চলছিল কৃষক আন্দোলন (Farmers Protest)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram